Pages

Ads 468x60px

নেট বিষয় সবকিছু

ফ্রেন্ড আমি এই ওয়েব সাইট এ নেট সপ্প্রকে সবকিছু দিব তো আমার সাথে থাক অ্যান্ড কল কর ০১৮৭৪২৬২৮৩১

বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

ওয়েব পেজের সম্পূর্ণ স্ক্রিনশট নিন অনলাইনে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই!


আমাদের প্রায়ই বিভিন্ন সাইটের স্ক্রিনশট নিতে হয়। কিন্তু কম্পিউটারে যদি স্ক্রিনশট নেয়ার কোন সফটওয়্যার না থাকে? তাহলে নিশ্চয়ই কী-বোর্ডর prt sc বাটনটি চেপে স্ক্রিনশট নিবেন? কিন্তু যদি একটি ওয়েব পেজের এ মাথা থেকে শেষ মাথা স্নাপশট নিতে চান? তাহলেই আপনার কেরামতি শেষ। এজন্যই তো ভাই রয়েছে অনলাইন টুলস। আবারো হাজির এক অনলাইন টুলস নিয়ে। টুলসটির নাম Web Capture। এই টুলসটির মাধ্যমে আপনি যেকোন ওয়েব পেজের ফুল স্ক্রিনশট নিতে পারবেন অনলাইনেই অর্থাৎ মনিটরের পর্দায় যতটুকু দেখা যায় সেইটুকু নয় পুরো ওয়েবপেজটাই! নেই কোন সফটওয়্যার ডাউনলোডের ঝামেলা। শুধু কাঙ্ক্ষিত ওয়েব পেজের লিংক বসিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন স্ক্রিনশট। আরেকটি বিশেষ বিশিষ্ট হল আপনি স্ক্রিনশট নিতে পারবেন বেশ কয়েকটি ফরম্যাটে। যেমনঃ JPEG, PDF, TIFF, BMP, PNG, PS, SVG । তবে এখন জেনে নেই কিভাবে আপনি স্ক্রিনশট নিতে পারবেন অনলাইনে।
প্রথমে ভিজিট করুন Web-Capture. Net
নিচের ছবির মত Enter the URL of the page you want to capture ঘরে আপনি যে ওয়েব পেজের স্ক্রিনশট নিতে চান তার লিংক বসিয়ে দিন।
ডানপাশে Choose the file format you want থেকে কি ফরম্যাটে স্ক্রিনশট নিতে চান তা সিলেক্ট করে দিন।
সবশেষে Capture Web Page বাটন ক্লিক করুন।
কিছুক্ষনের মাঝেই চলে আসবে সেই ওয়েব পেজের স্ক্রিনশট। এখন চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

Sample text

Sample Text

My site sms

নাম

ইমেল *

বার্তা *

Sample Text

 
Blogger Templates