Pages

Ads 468x60px

নেট বিষয় সবকিছু

ফ্রেন্ড আমি এই ওয়েব সাইট এ নেট সপ্প্রকে সবকিছু দিব তো আমার সাথে থাক অ্যান্ড কল কর ০১৮৭৪২৬২৮৩১

বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

[কম্পিউটার] ইচ্ছেমতো দরকারি ফাইল খুঁজতে!


কম্পিউটারে একসঙ্গে অনেক ফাইল বা ফোল্ডার নিয়ে কাজ করতে গিয়ে অনেক সময় কাঙ্ক্ষিত ফাইল খোঁজা কঠিন হয়ে যায়। সহজেই ফাইল বা ফোল্ডার খুঁজতে উইন্ডোজ এক্সপ্লোরারে আছে ফিল্টারিং বা গ্রুপ করে খোঁজার সুবিধা।

সর্ট বাই এবং গ্রুপ বাই ব্যবহার করে

উইন্ডোজ এক্সপ্লোরারের Sort by অপশন ব্যবহার করে দরকারি ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন, টেক্সট বা ছবিকে তার Size, Name, Type, Date modified আকারে খুঁজে নেওয়া যাবে। যেকোনো ফোল্ডারে গিয়ে ফাঁকা জায়গায় মাউসের রাইট বোতাম চেপে Sort by-এর কনট্যাক্স তালিকার Name নির্বাচন করলে নাম (অক্ষর দিয়ে লেখা) আকারে ফাইল আগে দেখাবে। Type নির্বাচন করলে সে ফাইলের টাইপ অনুযায়ী দেখাবে। Size নির্বাচন করলে বড় বা ছোট সাইজ আকারে দেখাবে। সর্বশেষ কোন ফাইলটি রেখেছেন, সেটি আগে দেখতে চাইলে তালিকা থেকে Date modified নির্বাচন করতে হবে।

অনেক সময় এটি তালিকায় থাকে না। এটি আনতে Sort by-এর তালিকার More ক্লিক করুন। Choose Details উইন্ডোর চালু হলে এখানে থেকে Date modified-এর ঘরে টিক চিহ্ন দিন। এভাবে এখানে থাকা প্রয়োজনীয় অপশনগুলোর পাশে টিক চিহ্ন দিয়ে ওকে চাপলে সেটি Sort by-এর তালিকায় যুক্ত হয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী সেই অপশন নির্বাচন করলে সেভাবে ফাইল বা ফোল্ডার দেখাবে। এভাবে সর্ট বাই তালিকার Ascending-এ ক্লিক করলে A থেকে Z আকারে দেখাবে।আর descending-এ ক্লিক করলে Z থেকে A আকারে ফাইল দেখাবে। আবার ফাঁকা জায়গায় মাউসের রাইট বোতাম চেপে Group by ক্লিক করলে সর্ট বাই-এর কাজগুলোয় প্রতিটি আলাদা গ্রুপ আকারে দেখাবে।

সার্চ ব্যবহার করে

এক্সপ্লোরারের ওপরে ডান পাশের কোনার সার্চ বার ব্যবহার করে অথবা কি-বোডের্র Ctrl+F চেপে সহজেই ইচ্ছামতো দরকারি ফাইল খোঁজা যায়। সার্চের ঘরে গিয়ে type: application লিখলে অ্যাপ্লিকেশন টাইপ ফাইলগুলো খুঁজবে। এভাবে ইমেজ ফাইল খুঁজতে type: image লিখুন। তাহলে সব ছবির ফাইল দেখাবে। যে টাইপ ফাইল দরকার type: এর পর লিখলে সেটি খুঁজে নিয়ে দেখাবে। এভাবে type: pdf লিখলে পিডিএফ ফাইল আর type: word লিখলে ওয়ার্ড ফাইল দেখাবে। size: লিখে তারপর পছন্দমতো সাইজ উল্লেখ করলে সেটিও দেখাবে।

হঠাৎ করেই মাউস নষ্ট হলে কি করবেন জেনে নিন?


হঠাৎ করেই মাউস নষ্ট হলে কি
করবেন?
যেনে নিন এখন প্রায় সময়ই দেখা
যায়
মাউসে সিঙ্গেল ক্লিক করলে
ডাবল
ক্লিক লেগে যায়, আবার অনেক
সময়
দেখা যায় দুই তিনটা ক্লিক করলেও
ঠিক মতো ক্লিক লাগেনা। আজকে
আমি
আপনাদের দেখাবো জরুরী মূহুর্তে
এই
ধরনের সমস্যা হলে মাউস বাদ
দিয়ে
কিভাবে কিবোর্ড কেই মাউসে
রূপান্তরিত করে কাজ চালিয়ে
যাবেন।
তাহলে চলুন কথা না বারিয়ে
কাজে লাগে পরি।
প্রথমেই আপনার কম্পিউটারের
কিবোর্ড
থেকে Num Lock, of করে রাখুন।
এবার
কিবোর্ড থেকে এক সাথে Alt
+shift+num
Lock চাপুন। এবার দেখুন নিচের
চিত্রের
মতো একটি মেসেজ আসবে, নিচের
চিত্র
দেখুন।
এবার tab বাটন চেপে yes সিলেক্ট
করে
এন্টার চাপুন পুরো বিষয়টা উপরের
চিত্রের মতো হবে। এবার কিবোর্ড
এর
num Lock, on করুন, এবার num
lock এর
অন্তর্ভুক্ত থাকা বাটন গুলো চাপ
দিয়ে
দেখুন আপনার কিবোর্ডটি মাউসে
রূপান্তরিত হয়ে গেছে।
বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে
পরবর্তী
টিউনে সেই পর্যন্ত সবাই ভালো
থাকবেন।

কিভাবে কম্পিউটারের USB লক করুন কোন সফটওয়্যার ছাড়াই দেখে নিন


আপনার কম্পিউটারের ইউ এস বি (USB )
নিয়ে সব সময়ই চিন্তায় থাকতে হয়
কারন
আপনি যখন থাকেন না তখন অন্য কেউ
আপনার কম্পিউটারে বসে কোন
মেমোরি কার্ড কিংবা পেন ড্রাইভ
ঢুকায়
তখন আপনার কম্পিউটারে ভাইরাস
ঢোকা ছাড়া ও আপনার প্রয়োজনীয়
তথ্য
গুলি চুরি হয়ে যেতে পারে। আর এত বড়
সমস্যা থেকে আপনি খুব সহজেই রেহাই
পেতে পারেন। এর জন্য আপনার কোন
সফটওয়্যার এর প্রয়োজন নেই। এর জন্য
আপনাকে যে কাজটি করতে হবে তা
নিম্নরুপঃ
প্রথমে আপনার কম্পিউটারের My
Computer
এ যান। তার পর My Computer এর উপর
মাউস
পয়েন্টটার রেখে রাইট বাটন ক্লিক
করুন
তার পর Properties এ যান। সেখান থেকে
Hardware সিলেক্ট করে Device
Manager এ
যান। এবার আপনার কম্পিউটারের ইউ
এস বি
( USB) পোর্টে একটা কার্ড রিডার
ঢুকান।
তার পর দেখতে পাবেন Storege volumes
নামে নতুন একটা অপশন এসেছে। তার পর
এটার উপর ক্লিক করলে Generic
volumes
নামে একটা অপশন পাওয়া যাবে তখন
সেটার উপর মাউসের রাইট বাটন ক্লিক
করে
Disable সিলেক্ট করুন। আর তখন
Disable এর
জায়গায় Enable
লেখা চলে আসবে এবং আপনার
কম্পিউটারের ইউ এস বি (USB) পোর্ট
চালু
করতে Enable সিলেক্ট করুন।

এখন থেকে সাদা FACEBOOK ব্যবহার করুন


তোমাদের মাঝে নিয়ে এলাম সাদা ফেসবুক USE করবে কিভাবে । সাদা fb ব্যবহার করতে হলে wabsaide লিখতে হবে x.facebook.com
wwwবাদ দিতে হবে

এবার ফেসবুকের মাধ্যেম আয় করুন


আমি যেভাবে যেভাবো বলব ঠিক সেই
ভাবে কাজ করবেন ।[/bg]


আপনার যদি একটি Facebook account থাকে তাহলে আপনি সেই একাউন্ট দিয়েই অল্প কিছু আয় করতে পারবেন। একটু কষ্ট করলে ইনকাম টা একেবারে খারাপ না। কাজ হচ্ছে বিভিন্ন Facebook page, post, image ইত্যাদী তে Like দেওয়া Friend Request পাঠানো ইত্যাদী। কিভাবে শুরু করতে হবে? নিচেরে লিঙ্কে গিয়ে একটা একাউন্ট খুলে ফেলুন।
এখানে ক্লিক করুন
একাউন্ট টা verify করে ফেলুন। এবার বিভিন্ন পেজ এ লাইক দিয়ে পয়েন্ট বাড়াতে থাকুন। দেখবেন ব্যালেন্স বাড়তেছে। আপনি অন্যকে রেফার করেও কিছু বাড়তি ইনকাম করতে পারেন।



সবাইকে ধন্যবাদ। সুস্থ্য
থাকুন,ভালো থাকুন এবং সব সময়

ফেসবুক সম্পর্কিত অজানা ২৮ তথ্য জেনে নিন


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্রতি মাসে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫০ কোটি। জেনে নিন ফেসবুক সম্পর্কিত ২৮ তথ্য, যেগুলোর অনেকগুলো হয়তো আপনার জানা নেই।

* ফেসবুকের নাম প্রথমে ছিল ‘facemash’, তারপর নাম হয় ‘Thefacebook’। ২০০৫ সাল থেকে নাম হয় ‘facebook’।

* শুরুর দিকে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে যে কেউ যে কারো প্রোফাইলে পোস্ট বা স্ট্যাটাস আপডেট করতে পারতো।

* ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে অনেকেই ফেসবুকে ব্লক করার চেষ্টা করেন। কিন্তু ফেসবুকে মার্ক জাকারবার্গকে ব্লক করা যায় না। মার্ক জাকারবার্গ যেন ফেসবুকের যে কোনো অ্যাকাউন্ট দেখতে পারেন, সেজন্যই তাকে ব্লক মুক্ত রাখা হয়েছে।

* ব্রিটেনে এক মহিলাকে ২০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল। কারণ তিনি ফেক অ্যাকাউন্ট খুলে নিজেই নিজেকে খারাপ খারাপ ভাষায় মেসেজ করতেন।

* এক ফেসবুক আসক্ত ব্লগার একজন মহিলাকে ভাড়া করেছিলেন তাকে ততবার চড় মারার জন্য, যতবার সে ফেসবুকে লগিন করবে।

* ২০১৪ সালে মিনেসোটা-তে এক চোর ধরা পড়েছিল, কারণ যে বাসায় সে চুরি করতে গিয়েছিল, ওই বাসার কম্পিউটারে সে ফেসবুক অ্যাকাউন্ট লগ-ইন করে লগ-আউট করতে ভুলে যায়। ফলে সহজেই চোরকে চিহ্নিত করা হয়।

* অস্ট্রেলিয়ায় এক মা তার মেয়ের নাম রাখেন লাইক। কারণ সেই শিশু গর্ভে থাকাকালীন মা ফেসবুকে ‘like’ করলেই কিক করতো।

* ইজিপ্টে এক দম্পতি তাদের সদ্যোজাত কন্যা সন্তানের নাম রাখেন ফেসবুক। ফেসবুকে সরকারের নজরদারির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই কাজ করেন সেই দম্পতি।

* ফেসবুকে ফ্রেন্ডকে আনফ্রেন্ড করার কারণে কিছু মানুষকে খুন পর্যন্ত হতে হয়েছে।

* ২০১১ সালে আমেরিকায় এক তৃতীয়াংশ ডিভোর্সের কারণ হয়ে ওঠে ফেসবুক। এটি গবেষণার তথ্য বলছে, ফেসবুকের বন্ধুদের সময় দিতে গিয়ে সম্পর্ককে অবহেলা করা হচ্ছে বেশি। সেখানে আরো বলা হয়েছে নিজের স্বামী, স্ত্রী, বান্ধবীর থেকে প্রাক্তন বা পুরনো সম্পর্কের প্রোফাইল নিয়েই বেশি আগ্রহী থাকেন ব্যবহারকারীরা।

* প্রতি ৫ সেকেন্ডে ফেসবুকে একটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়।

* গড়ে একজন ফেসবুক ব্যবহারকারী প্রতিদিন এক ঘণ্টা করে সময় ফেসবুকের জন্য খরচ করেন।

* একজন ফেসবুক ব্যবহারকারীর গড়ে ১৪০ জন ‘friends’ থাকে।

* প্রতিদিন প্রায় ৬ লাখ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা করা হয়ে থাকে।

* ফেসবুকের সবচেয়ে বেশি ব্যবহারকারীর রয়েছে কানাডায় এবং তারপর যুক্তরাষ্ট্রে। এই দুইটি দেশে প্রতিদিন ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা মোট ১৫৭ মিলিয়ন।

* যুক্তরাষ্ট্রে ১৯.৪ শতাংশ মানুষ কর্মক্ষেত্রে ফেসবুক ব্যবহার করতে পারে না। তবে দেশটির ৩০ শতাংশই আবার কর্মক্ষেত্রে ফেসবুক ব্যবহার করে থাকে।

* ফেসবুকে যুক্তরাষ্ট্রের নারীদের বন্ধুদের গড় সংখ্যা ২৫০ জন।

* এশিয়াতে ফেসবুকের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ২৫৩ মিলিয়ন। তবে জনবহুল দেশ হিসেবে পরিচিত চীনে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ রেখেছে দেশটির সরকার।

* ফেসবুকের সবচেয়ে বেশি আনফ্রেন্ড করা হয় স্কুলের বন্ধুদের।

* ৬৬ শতাংশ টিনেজ মেয়েদের অভিযোগ, তারা ফেসবুকে হেনস্থার শিকার হয়েছেন।

* একটি গবেষণার তথ্যমতে, ফেসবুকে প্রতি ৩ জনের মধ্যে ১ জন ফেসবুক ভিজিট শেষে তাদের জীবন নিয়ে অসন্তুষ্টিতে ভোগেন।

* ফেসবুকে ১ কোটি অ্যাপস আছে। ২৫ কোটি ফেসবুক গেমস প্রতি মাসে খেলা হয়। ৫ কোটি ফেসবুক পেজ আছে। ১ ট্রিলিয়ন লাইক আছে।

* ফেসবুকে স্ট্যাটাস বক্সে আপনি যে কোনো কিছু লিখে তা পোস্ট না করে মুছে ফেললেও, সেটি ফেসবুক সার্ভারে জমা হয়ে যায়। অর্থাৎ স্ট্যটাস বক্সে একটি অক্ষর, শব্দ, বাক্য- যাই টাইপ করে থাকেন না কেন, সেটা পোস্ট না করে মুছে ফেললেও সার্ভারে জমা হয়ে যায়।

* ফেসবুকে একজন ব্যবহারকারী যেদিন রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে, সেদিন তার অন্যান্য পোস্টে ইন্টারঅ্যাকশনের পরিমাণ ২২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। তবে মাত্র ২৮ শতাংশ বিয়ের এক ঘন্টার মধ্যে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে।

* ফেসবুক সবচেয়ে বেশি লাইক পাওয়া পেজ কিন্তু ফেসবুকের নিজস্ব অফিসিয়াল প্রোফাইল নয়। সবচেয়ে বেশি লাইক পাওয়া পেজ হল facebook for every phone, তারপর facebook, তিন নম্বরে youtube এর অফিসিয়াল ফেসবুক পেজ।

* বিভিন্ন টিভি অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ফ্যান আছে দ্য সিম্পসন-এর। এরপর আছে মি. বিন।

* তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ফ্যান রয়েছে শাকিরার। এরপরে ফেসবুকে দ্বিতীয় ও তৃতীয় জনপ্রিয় তারকা হিসেবে রয়েছেন এমিনেম ও রিহানা।

* বিশ্বব্যাপী বর্তমানে অন্যতম বড় মানসিক রোগের নাম ফেসবুক অ্যাডিকশন ডিসঅর্ডার বা ফ্যাড (FAD)। এই রোগের উপসর্গ হল- কারো ফোন না ধরা, কোথাও গিয়ে শুধু ফোন বা ট্যাবের দিকে চেয়ে থাকা। ক্ষুধামন্দা, অনিদ্রা, চাপা টেনশন সবই হয় এই ফ্যাড থেকে। বর্তমানে ৫০ লাখ মানুষ এই রোগের শিকার।

ফেসবুক প্রোফাইলের URL (fb.com/name) বদলান একাধিবার খুব সহজেই ।


কেমন আছেন সবাই ? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চরম গরম একটা টিপস। অনেকদিন ধরেই খুজছিলাম কিভাবে ফেসবুক প্রোফাইলের URL/ Username বদলানো যায় । পদ্ধতিটা অনেক সহজ তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি হয়ত আমার মতো কারো কাজে লাগে যাবে । আমি আগেই বলে নিচ্ছি এই পদ্ধতিতে শুধু আপনার পারসনাল প্রোফাইলের URL বদলানো যবে ফ্যান পেজের না ।আসুন দেখে নেই স্টেপগুলোঃ


    ব১) প্রথমে যেকোনো নাম দিয়ে একটা ফেসবুক পেজ খুলেন Gear আইকনে ক্লিক করে Create Page পেজ খোলার সময় “www.facebook.com/username” এর ঘরটা ফাকা রেখে বাকি সব ঘর পুরন করে পেজ বানান ।
দুঃখিত এই পদ্ধতিটি আর কাজ করছে না। নতুন টিপস পেলে আবার টিউন করবো !


    ২) পেজ ওপেন হওয়ার পর, “Update Page Info” তে ক্লিক করে “Facebook Web Address” এ আপনার বর্তমান ফেসবুক প্রোফাইলের URL (“www.facebook.com/yourname”) টা Http:// ছাড়া কপি করুন।

    ৩) এবার ফেসবুক একটা ওয়ার্নিং দেবে যে আপনার দেওয়া URL টা আপনার পারসনাল প্রোফাইলের URL এর সাথে মিলে গেছে। তখন জিজ্ঞেস করবে আপনি URL Transfer করতে চান? তখন Transfer এ ক্লিক করুন

    ।৪) এবার আপনার ফেসবুক প্রোফাইলের সেটিংএ গিয়ে দেখুন আপনার Username Reset হয়ে গেছে। এখন আপনার কাংখিত URL দিয়ে সেভ করুন।
দুঃখিত এই পদ্ধতিটি আর কাজ করছে না। নতুন টিপস পেলে আবার টিউন করবো!


    ৫) কাজ শেষ করে যে পেজটা বানিয়েছিলেন সেটা ডিলিট করে দিন ।
তাড়াতাড়ি করে নিন। এইসব ফাক ফুকরের কথা জানতে পারলে হয়তো ফেসবুক এটাও বন্ধ করে দেবে।

দেখে নিন কিভাবে এন্ড্রয়েড মোবাইলের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড খুলবেন আপনে নিজেই


এন্ড্রয়েড প্যাটার্ন লক বা পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে এই পোষ্টটি আপনার জন্য মিস কইরেনা

কেমন আছেন সবাই আমারা এখন
প্রাই সবাই এন্ড্রয়েড চালাই কিন্তু
সমস্যা হল মাঝে মাঝে লক ভুলে যাই
বা কেউ শয়তানি করে দিয়ে দেয়
আপনি ও কি প্যটার্ন লক ভূলে
যাওয়ার কারণে ডিভাইসে এক্সেস
করতে সমস্যা হচ্ছে?

আপনার
জন্যে ২টি সমাধান সমাধান-
১ : এ কাজের জন্যে
অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন
এক্টিভেটেড থাকতে হবে
*প্যটার্ণটি অনুমাণ করে অন্তত ৫বার
ইনপুট করুণ। এরপর একটি
অপশন আসবে, “Forgot Pattern”?
এটাতে ট্যাপ করুণ।
*ট্যাপ করার পর আপনার গুগল
একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি
এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক
মতো ইনপুট করুণ।
*সফলভাবে জি-মেইল আই.ডিতে
লগইন করাশেষে আপনাকে নতুন
প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন
প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে
অবশ্যই সহজে মনে থাকে এমন
কোন প্যাটার্ণ ড্র করুণ।
সমাধান-২: ইন্টারনেট কাণেকশন
প্রয়োজন নেই বার বার ভুল
প্যাটার্ণ ড্র করার ফলে অনেক
সময় ছোট বাচ্চা অথবা বন্ধুদের
কারণেও ডিভাইস লকড হয়ে যেতে
পারে। এ সময়ে ডিভাসে ফ্যাক্টরী
রিষ্টোর করা ছাড়া গত্যন্তর থাকে
না। এসময় হাতে ফ্যক্টরী রিষ্টোর
করতে হয়। জেনে নিন কিভাবে
সিষ্টেম হার্ড রিসেট করবেন
*প্রথমে নিশ্চিত হয়ে নিন যে
আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ
মজুত আছে, যাতে প্রসেসটি
চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।
*ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার
সময় Volume up & Down+power
button একসাথে প্রেস করে সেট
অন করুণ। এটা আপনাকে রিকোভারী
মুডে নিয়ে যাবে রিকোভারী মুডে
যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন
কোম্পানীর সেটে আরো কিছু
কম্বিনেশন কাজ
করতে পারে সেগুলো হলো
১। Volume
Down + Volume Up +
Power button.
২। Volume Down + Power button.
৩। Volume Up + Power button.
৪। Volume Up + Home + Power
button.
৫। Volume Up + Camera button.
৬। Home + Camera button.
৭। Home + Power button
আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন
একটি কম্বিনেশন কাজ করবেই
কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার
পর রিকোভারী মুড এ যাবেন
* “Wipe Data / Factory Reset”
সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম
আপ ডাউন কি দিয়ে সিলেকশনের
কাজ করতে হবে।
*এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য
থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ।
সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে
পাওয়ার বাটন/হোম বাটন কাজ
করতে পারে
*সবশেষে সেট রিবুট করুণ, এবং
কিছুক্ষন অপেক্ষা করুণ। এ
সম্পর্কিত লেখা আগে কেউ লিখে
থাকতে পারেন, তবুও লিখলাম কারন
সবাই জানে না।

মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায় জেনে নিন


আজকাল ইন্টারনেট ছাড়া চলা দায়৷ কিন্তু মোবাইলে ইন্টারনেট করতে গেলেই অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন৷ কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়৷ স্পিড বাড়ানোর উপায় বাতলে দেয়া হলো-

১৷ মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করুন৷

২৷ আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন৷ স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে৷

৩৷ মোবাইলের 'ক্যাশড ডেটা' কিয়ার করুন৷কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নস্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়৷

৪৷ আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন৷পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন৷ আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে৷

৫৷ সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন৷ যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে৷

অরজিনাল স্যামসাং চেনার সহজ উপায় কি জেনে নিন


বিভিন্ন বাজার এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে দেদারসে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের নকল স্মার্টফোন। দামি স্মার্টফোন গুলোর নকলই মূলত দেশের বাজারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে অ্যাপলের আইফোন এবং স্যামসাংয়ের বিভিন্ন মডেলের নকল ফোন প্রকাশ্যে, এমনকি নকল ঘোষণা দিয়েই বিক্রি হচ্ছে। নকল হওয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনের সংখ্যাই বেশি। তবে সনি ও এইচটিসির দু-একটি মডেলের স্মার্টফোনের নকলও বাজারে দেখা যায়।
নকল স্যামসাং ফোন চিনবেন যেভাবে
পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে।
আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না।
নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।
নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না।
ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না।
আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।

কি কারণে অনলাইনে মোবাইল নম্বর দেওয়া বিপজ্জনক


ডিজিটাল যুগে অনলাইনে নানা কার্যক্রমের ফলে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আপনার মোবাইল নম্বর অসৎ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। বিভিন্ন ফর্ম ফিলাপ করতে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর প্রয়োজন হতে পারে। কিন্তু অসৎ প্রতিষ্ঠানগুলো আপনার মোবাইল নম্বর সংগ্রহ করছে কি না, তা আপনি জানতেও পারবেন না। পরবর্তীতে এ নম্বরগুলো তারা ভিন্ন কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে পারে, যারা পরবর্তীতে তা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারে। এ ছাড়াও রয়েছে মোবাইল ফোনের মাধ্যমে হয়রানি, চাঁদাবাজি কিংবা অন্য কোনো উপায়ে হেনস্থার আশঙ্কা। এসব ঝামেলা থেকে দূরে থাকার জন্য মোবাইল নম্বরটি আপনার কাছেই রাখুন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করেন। এক্ষেত্রে আপনার নম্বরটি প্রকাশিত হয়ে গেলে তা দিয়ে অন্য কেউ আপনার নামে অ্যাকাউন্ট চালাতে পারে, যা সময়মতো বুঝতে না পারলে আপনার ব্যক্তিগত নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে। ডেটিং সাইটে বা অ্যাপে সরাসরি আপনার মোবাইল নম্বর দেওয়া মানে আপনার ব্যক্তিগত বহু তথ্যে অন্যের প্রবেশাধিকার দেওয়া। কারণ এ নম্বর ব্যবহার করে কেউ আপনাকে ব্ল্যাকমেইলও করতে পারে। মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনার তথ্য চুরি হতে পারে। তাই লক্ষ্য রাখবেন, অ্যাপগুলো আপনার কতোখানি তথ্যে প্রবেশাধিকার চাচ্ছে। যদি এরা ব্যক্তিগত ছবি, মোবাইল নম্বর, কল লগ ইত্যাদি তথ্যে প্রবেশাধিকার চায় তাহলে অ্যাপটি ইনস্টল করবেন না। তার বদলে অনুরূপ অন্য অ্যাপ ইনস্টল করুন।

দেখে নিন সরকারি ভাবে ফেসবুক-ম্যাসেঞ্জার-ভাইবার-হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি বন্ধ করে দিলেও কিভাবে চালাবেন।


দেখে নিন সরকারি ভাবে ফেসবুক-ম্যাসেঞ্জার-ভাইবার-হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি বন্ধ করে দিলেও কিভাবে চালাবেন।

সরকারি ভাবে ফেসবুক-ম্যাসেঞ্জার-ভাইবার-হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিছে।তাই আপনে ফেসবুক-ম্যাসেঞ্জার-ভাইবার-হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন।কোনো চিন্তা নাই।HelpLine25.Com থাকতে কিসের সমস্যা।কারন যেখানেই সমস্যা সেখানেই সমাধান।আর আপনাদের পাশে আচে HelpLine25.Com.....আজ আপনাদের জন্য এমন একটা এ্যাপস এনেছি যা দিয়ে যেকোনো দেশের যে কোনো সাইটের সার্ভার বন্ধ করে দিলেও আপনে ঐ সাইটে ঢুকতে পারবেন।তো চুলন দেখি কিভাবে করবেন।প্রথমে নিচের লিংক থেকে এ্যাপসটি ডাউনলোড করে নিন।

Download Link 

তারপর এ্যাপসটি ইনস্টালোর হলে তা থেকে জাপানি প্রক্সি সিলেক্ট করবেন।তারপর জাপানি প্রক্সি কানেক্ট হলে আপনে এ্যাপসটি ম্যানিমাইজ যে কোনো বন্ধ করা সার্ভারে ঢুকতে পারবেন।ধন্যবাদ।হ্যাপি বন্ধ সার্ভার ব্রাউজিং.....

ওয়েব পেজের সম্পূর্ণ স্ক্রিনশট নিন অনলাইনে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই!


আমাদের প্রায়ই বিভিন্ন সাইটের স্ক্রিনশট নিতে হয়। কিন্তু কম্পিউটারে যদি স্ক্রিনশট নেয়ার কোন সফটওয়্যার না থাকে? তাহলে নিশ্চয়ই কী-বোর্ডর prt sc বাটনটি চেপে স্ক্রিনশট নিবেন? কিন্তু যদি একটি ওয়েব পেজের এ মাথা থেকে শেষ মাথা স্নাপশট নিতে চান? তাহলেই আপনার কেরামতি শেষ। এজন্যই তো ভাই রয়েছে অনলাইন টুলস। আবারো হাজির এক অনলাইন টুলস নিয়ে। টুলসটির নাম Web Capture। এই টুলসটির মাধ্যমে আপনি যেকোন ওয়েব পেজের ফুল স্ক্রিনশট নিতে পারবেন অনলাইনেই অর্থাৎ মনিটরের পর্দায় যতটুকু দেখা যায় সেইটুকু নয় পুরো ওয়েবপেজটাই! নেই কোন সফটওয়্যার ডাউনলোডের ঝামেলা। শুধু কাঙ্ক্ষিত ওয়েব পেজের লিংক বসিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন স্ক্রিনশট। আরেকটি বিশেষ বিশিষ্ট হল আপনি স্ক্রিনশট নিতে পারবেন বেশ কয়েকটি ফরম্যাটে। যেমনঃ JPEG, PDF, TIFF, BMP, PNG, PS, SVG । তবে এখন জেনে নেই কিভাবে আপনি স্ক্রিনশট নিতে পারবেন অনলাইনে।
প্রথমে ভিজিট করুন Web-Capture. Net
নিচের ছবির মত Enter the URL of the page you want to capture ঘরে আপনি যে ওয়েব পেজের স্ক্রিনশট নিতে চান তার লিংক বসিয়ে দিন।
ডানপাশে Choose the file format you want থেকে কি ফরম্যাটে স্ক্রিনশট নিতে চান তা সিলেক্ট করে দিন।
সবশেষে Capture Web Page বাটন ক্লিক করুন।
কিছুক্ষনের মাঝেই চলে আসবে সেই ওয়েব পেজের স্ক্রিনশট। এখন চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারবেন।

কোন দেশে ইন্টারনেট সবচেয়ে দ্রুত জেনে নিন


মানুষের জীবন এখন চলছে ইন্টারনেট স্পিডের সাথে তাল মিলিয়ে। যদি আপনার দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকে তাহলে সব কাজ সহজেই গুছিয়ে ফেলতে পারবেন, আর যদি তা হয় ধীরগতির, তাহলে এ যুগে আপনার জীবনটাই বৃথা! যোগাযোগ বা কাজের ক্ষেত্রে পিছিয়ে পড়বেন আপনি। ইন্টারনেট নেটওয়ার্ক ট্র্যাকার ‘আকামাই’ সম্প্রতি ‘দ্য স্টেট অব দি ইন্টারনেট’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দ্রুতগতির ইন্টারনেট সমৃদ্ধ ১০টি দেশের তালিকা দেওয়া হয়েছে। মজার বিষয় হলো প্রথম ১০টি দেশের তালিকায় স্থান পায়নি যুক্তরাষ্ট্র।
১. দক্ষিণ কোরিয়া
তালিকার প্রথমেই রয়েছে দক্ষিণ কোরিয়া। গড়ে দক্ষিণ কোরিয়ায় ইন্টারনেট সংযোগের গতি থাকে ২২.২ এমবিপিএস।
২. হংকং
হংকংয়ে ইন্টারনেটের গড় গতি থাকে ১৬.৮ এমবিপিএস। গত চার মাসে এই গতি বেড়েছে ৩.৪% হারে।
৩. জাপান
আগের দুইটি দেশের মতো দ্রুত গতির ইন্টারনেট সংযোগের তৃতীয় দেশটিও এশিয়ার। জাপানে একজন ব্যবহারকারী গড়ে ১৫.২ এমবিপিএস গতি পেয়ে থাকেন। গত এক বছরে এই গতি বেড়েছে ১৬% হারে।
৪. সুইডেন
চতুর্থ অবস্থানে রয়েছে সুইডেন। গড়ে একজন ব্যবহারকারী ১৪.৬ এমবিপিএস গতি পান ইন্টারনেট ব্যবহারের সময়। গত বছরের তুলনায় যা বেড়েছে ৩৪% হারে।
৫. সুইজারল্যান্ড
‘দুনিয়ার স্বর্গ’ বলা হয় সুইজারল্যান্ডকে। গত বছর চার নম্বর অবস্থানে থাকলেও এবার তাদের অবস্থান এক ধাপ নিচে নেমে এসেছে। ইন্টারনেটের গড় গতি ১৪.৫ এমবিপিএস।
৬. নেদারল্যান্ডস
গড়ে নেদারল্যান্ডসের ইন্টারনেট ব্যবহারকারীরা ১৪.২ এমবিপিএস গতি পেয়ে থাকেন।
৭. লাটভিয়া
গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে লাটভিয়ার অবস্থান। গড়ে এই দেশের ইন্টারনেট সংযোগের গতি ১৩ এমবিপিএস।
৮. আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের একজন ইন্টারনেট ব্যবহারকারী গড়ে ১২.৭ এমবিপিএস গতি পেয়ে থাকেন ইন্টারনেট সংযোগে।
৯. চেক রিপাবলিক
এই দেশে ইন্টারনেট সংযোগের গড় গতি ১২.৩ এমবিপিএস।
১০. ফিনল্যান্ড
ব্যবহারকারীরা গড়ে ১২.১ এমবিপিএস গতি পেয়ে থাকেন ইন্টারনেট সংযোগে।

মাত্র ১ দিনের মধ্যে গুগলে ইনডেক্স করুন আপনার ব্লগ অথবা ওয়েবসাইট কে


আমাদের নতুন ওয়েবপেজ বা ব্লগকে গুগলে ইনডেক্স করার জন্য কত কিছুই না করি । কিন্তু গুগলে কি এত সহজেই আপনার ওয়েবসাইট বা ব্লগ কে ইনডেক্স করে ফেলবে ! এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে । আমার মত যারা অলস তাদের জন্য এটা মহা মুশকিল । চিন্তার কিছু নেই । আপনার কিছুই করতে হবে না যা করার করবে একটা ওয়েবসাইট । তাও আবার কোন রকম কষ্ট ছাড়া । বিশ্বাস হয় না তা হলে নিচে দেখুন ।
প্রথমে Click Here ওয়েবসাইট টি ওপেন করুন। দেখুন একটা ছবির মতো একটা পেজ আসবে। তারপর একটু নিচে দেখবেন কিছু বক্স সেখানে আপনি আপনার ওয়েবসাইট এর নাম , কি ওয়ার্ড অ্যান্ড ২৫০০ দিয়ে সিলেক্ট করুন ।
এখানে দেখবেন (৫০,১০০,২৫০,৫০০,১০০০,২৫০০) বক্স আছে । এগুলা হচ্ছে আপনার ওয়েবসাইট বা ব্লগ অন্য পেজ এর সাথে যুক্ত হওয়ার সংখ্যা মানে আপনি যদি ৫০ দেন তাহলে মাত্র ৫০ টা পেজ এ আপনার সাইট যুক্ত হবে । এখানে ২৫০০ দিতে কারন সবগুলা পেজ ই dofollow না ।
এখন সাবমিট বাটন এ ক্লিক করুন এবং অপেক্ষা করুন । দেখবেন আপনার পেজ একে একে যুক্ত হচ্ছে । এটি করতে অনেক সময় লাগবে মানে ৫ ঘন্টার বেশি তাই এটি রাত্রে করা টাই বেটার ।
আশা করি সবার ভালো লেগেছে । আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন কারন আমি আমার অভিজ্ঞতা থেকে পোস্ট টি করেছি আর SEO বিষয়ক এটা আমার প্রথম পোস্ট । ধন্যবাদ সবাইকে।

এবার শত্রুর ফেসবুক আইডি নস্ট করে দিন খুব সহজে


আসসালামু আলাইকুমসবাই কেমনআছেন আশা করি সবাইমহান আল্লাহরঅশেষ রহমতে ভাল আছেনযাই হোকএইবারকাজের কথায় আসি।নিচের নির্দেশানুযায়ীকাজগুলোকরলে ২-৩ ঘন্টার মধ্যেইআপনার শত্রুরআইডি শেষ করতে পারবেন১→যার আইডি নষ্টকরবেন,আপনারআইডিটি দিয়ে তারপ্রোফাইল এপ্রবেশ করুন২→তারপর সবার নিচেরBlock ThisPersonএর উপরের Report এ ক্লিককরুন৩→Report this account>This isa fakeaccount>Gamer>Submit করুনব্যস কাজ শেষ এবারকয়েকঘন্টা পরআপনার আইডিতে SupportInbox থেকেএকটা মেসেজ আসবে।এবংসঠিকভাবেকাজগুলো করতে পারলেআপনার শত্রুরআইডি শেষপোস্ট টি কপি করলে ক্রেডিট দিবেন ধন্যবাদ
 

Sample text

Sample Text

My site sms

নাম

ইমেল *

বার্তা *

Sample Text

 
Blogger Templates